কষ্টে পাওয়া জায়গা হারাতে চান না

Image may contain: one or more people and sunglasses

নেটে ব্যাটিংয়ের সুযোগ পেলেন এদিন একটু
পরের দিকেই। নেট সেশন শেষ করেই ছুটলেন
মাঠে। অনেকক্ষণ ধরে একাই একমনে
চালিয়ে গেলেন ফিটনেস ড্রিল। এরপর একটু
বিশ্রাম। খানিক পর আবার জিম; আরেকটু
ফিটনেস ট্রেনিং সাব্বির রাহমানকে
অনায়াসেই বলা যায় ‘ফিটনেস ফ্রিক’!


 

বরাবরই সাব্বির দলের সবচেয়ে ফিট ফিল্ডারদের
একজন। সেই ফিটনেস ধরে রাখার ব্যাপার আছে। তার
চেয়েও বেশি আছে নিত্য নিজেকে ছাড়িয়ে যাওয়ার
তাড়না। নিজের ক্যারিয়ার থেকেই সাব্বির শিখেছেন,
ফিটনেসই তাকে এগিয়ে নেবে প্রত্যাশিত চূড়া ছোঁয়ার
দিকে। তাই চারপাশে আর যত কিছুই হোক, নিজের
ফিটনেস ট্রেনিংয়ের সঙ্গে কখনোই আপোশ করেন না
এতটুকুও।
অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা প্রায়ই বলেন,
সাব্বিরের মত ফিটনেস ফ্রিক বাংলাদেশের ক্রিকেটে
আর দেখেননি। দলের অনুশীলন বা ট্রেনারের বেঁধে
দেওয়া রুটিন তো আছেই, ফিটনেস নিয়ে আছে
সাব্বিরের নিজস্ব কিছু রুটিনও। খেলা না থাকলে বা
ছুটির দিনেও সেই রুটিনে ফাঁকি নেই একটুও। বছরের
প্রায় প্রতিটি দিনই নিয়ম করে ‘কোর’ করেন, ‘সিট আপ’
মারেন আর অন্তত দুশ ‘পুশ-আপ’

Comment

0 comments:

Post a Comment