নিউ জিল্যান্ডে শুরুটা ভালো চান সাকিব

নিউ জিল্যান্ডে শুরুটা ভালো চান সাকিব

 দীর্ঘ দিন পর দেশের বাইরে সিরিজ। সেটিও নিউ জিল্যান্ডের মতো কঠিন কন্ডিশনে। সাকিব আল হাসান মানছেন, বাংলাদেশের অপেক্ষায় কঠিন চ্যালেঞ্জ। তবে এই অলরাউন্ডারের বিশ্বাস, শুরুটা ভালো করতে পারলে খারাপ করবে না বাংলাদেশ। বিপিএলের শিরোপাটা এবার জিততে মরিয়া ছিলেন সাকিব। বারবার বলেছেন সেটি। সেই লক্ষ্য পূরণের পর এবার জাতীয় দায়িত্ব পালনের পালা। অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ক্যাম্প করে বাংলাদেশ যাবে নিউ জিল্যান্ডে, সফরকারী দলগুলির জন্য যে দেশ সব সময়ই ছুঁড়ে দেয় কঠিন চ্যালেঞ্জ। অন্য মহাদেশের দলগুলি তো বটেই, তাসমান সাগরের ওপারের প্রতিবেশী অস্ট্রেলিয়া পর্যন্ত খেই হারিয়ে ফেলে কিউই দেশে গিয়ে। অস্ট্রেলিয়ার কন্ডিশন তবু খানিকটা কাছাকাছি। সিডনির ক্যাম্পটিকে তাই কাজে লাগানোয় গুরুত্ব দিচ্ছেন সাকিব। আর আশায় আছেন ওয়ানডে সিরিজে ভালো শুরুর। “অনেক দিন পর আমরা দেশের বাইরে খেলতে যাচ্ছি। কন্ডিশন পুরো ভিন্ন। আমাদের জন্য হবে অনেক বড় চ্যালেঞ্জ। আশা করি অস্ট্রেলিয়ার ক্যাম্পটি অনেক কাজে দেবে। এর পর ওয়ানডে সিরিজটি যদি আমরা ভালো ভাবে শুরু করতে পারি, তাহলে আশা করি, পুরো সিরিজই ভালো যাবে আমাদের।” নিউ জিল্যান্ডে বাংলাদেশের সফরের শুরু ওয়ানডে দিয়েই। ২৬ ডিসেম্বর প্রথম ওয়ানডে দিয়ে শুরু তিন ওয়ানডে, তিন টি-টোয়েন্টি, দুই টেস্টের সফর। ওয়ানডে সিরিজের আগে ২২ ডিসেম্বর আছে একটি প্রস্তুতি ম্যাচ।

0 comments:

Post a Comment