নায়লা নাঈমের কারণে সাব্বিরকে চাপে ফেললো বিসিবি

নায়লা নাঈমের কারণে সাব্বিরকে চাপে ফেললো বিসিবি


নায়লা নাঈমের সঙ্গে ক্রিকেটার সাব্বির রহমানের অভিনীত বিজ্ঞাপনটির প্রচার বন্ধ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর সেই সাথে সাব্বিরকে চাপের মুখে রেখেছে বিসিবি। এই বিজ্ঞাপনকে কেন্দ্র করেই মল্ট বেভারেজ (কোমল পানীয়) অস্কারের সঙ্গে সাব্বিরের চুক্তি বাতিল করার নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ ক্রিকেট সংস্থাটি।বিজ্ঞাপনটি একদিকে যেমন জনপ্রিয় হয়েছে, তেমনই বিতর্কিত মডেল ও অভিনেত্রী নায়লা নাঈমেরকারণে সমালোচিতও হয়েছে। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বিজ্ঞাপনটি কুরুচিপূর্ন এবং অশোভন। ক্রিকেটারদের বিজ্ঞাপনে কাজ করার ব্যাপারে বোর্ডের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া থাকে। সাব্বির-নাঈম অভিনীত বিজ্ঞাপনটি সেসব নির্দেশনা মানেনি বলেই এমন সিদ্ধান্ত।এমন বিজ্ঞাপন বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করতে পারে, এমন ভাবনা থেকেই বিজ্ঞাপনটির প্রচার বন্ধ করে দিয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এরই মধ্যে দেশের সবগুলো চ্যানেলেই বিজ্ঞাপনটি বন্ধ করা হয়েছে। আর এতে করে ক্ষতির মুখে পড়েছে অস্কার বেভারেজ কোম্পানিটি।জানা গেছে, সবমিলিয়ে বিজ্ঞাপনে কাজ করতে ২৫ লক্ষ টাকা নিয়েছেন সাব্বির। আর বিজ্ঞাপন নির্মাণে খরচ হয়েছে পাঁচ কোটি টাকা। তাই, হুট কড়ে বিজ্ঞাপন প্রচার বন্ধ করে দেওয়ায় বিপাকে অস্কারের কর্মকর্তারা।বিসিবির পক্ষ থেকে দু’পক্ষ অর্থাৎ, সাব্বির এবং অস্কার; উভয়কেই মেইল পাঠানো হয়েছে। তবে চট্টগ্রামে টেস্ট খেলতে থাকা সাব্বির এখনো বিষয়টি নিয়ে মুখ খোলেননি। সিরিজ শেষ করেই চুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে।

0 comments:

Post a Comment